
মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ভিডব্লিউ চক্রের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ২শত ৫৫ জন উপকারভোগী নারীর মাঝে এসব কার্ড তুলে দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের সচিব মোকছেদুর রহমান সবুজ,ইউপি সদস্য আব্দুর রউফ, হারুন-অর-রশিদ,তছলিম উদ্দিন, ফরিদুল ইসলাম প্রমূখ।
অফিস সুত্রে জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসুচির নতুন নামকরণ করা হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)।এখন থেকে নতুন নামের কর্মসুচির আওতায় দরিদ্র নারীরা উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হবেন।মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: