• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বঙ্গোপসাগরে নৌকা ডুবি, নিখোঁজ ১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০১ পিএম
নিখোঁজ ১
বঙ্গোপসাগরে নৌকা ডুবি

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও আবদুর রহমান (১৭ ) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে শাহ পরীর দ্বীপ ৭ নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহ পুত্র। 

শুক্রবার (২ আগস্ট) ভোর ৫ টার সময় টেকনাফ শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান,নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধার করতে কোস্টগার্ড ও এ স্থানীয় জেলেরা কাজ করছে ।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মত নৌকা নিয়ে ৫ জন মাঝিমাল্লা সাগরের মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরের সময় শাহ পরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামে ১ জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।

শাহ পরীর দ্বীপপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকি ৪ জেলে  নিরাপদে শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image