
সুমন দত্ত: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য অধিদফতরের বিশেষ প্রকাশনা মা ও শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদ।
রবিবার (১২ ডিসেম্বর) পিআইবির সম্মেলন কক্ষে এই মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হয়। এদিন তথ্য মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া ও তথ্য সচিব জনাব মকবুল হোসেন।
তথ্যমন্ত্রী বলেন, মা ও শিশুর উন্নয়ন জাতির উন্নয়ন। একটি শিশুর জীবনকাল মা কে নিয়েই আবর্তিত হয়। তাই মায়ের স্বাস্থ্যের বিকাশ ও শিশুর বিকাশ একই সঙ্গে হতে হবে। মা ও শিশুর একটি প্রকল্প ছিল। সেই প্রকল্প থেকেই এই বইটি লেখা হয়। মা ও শিশুকে নিয়ে লেখা এখানে অনেক গুলো প্রবন্ধ আছে। এগুলো পড়ার অনুরোধ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অফিসার শাহেনুর মিয়া। তিনি বলেন, আজ কাল বই পড়া কমিয়ে দিয়েছে অনেকে। এই বইটি পড়ে কেউ যদি একটা রিভিউ লেখে তা ভালো হবে।
তথ্য সচিব মকবুল হোসেন বলেন, পুরো বইটি অনলাইনে ফ্রি তে পড়া যাবে। সবাই সময় নিয়ে বইটি পড়লে উপকৃত হবেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: