• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবির আইন বিভাগের নয়া সভাপতি ড. রেবা মন্ডল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম
আইন বিভাগের নয়া সভাপতি ড. রেবা মন্ডল
আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগদান করেছেন।

শনিবার (২৮ মে)  বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (২৭ মে) আইন বিভাগের সভাপতি  অধ্যাপক ড. নূরুন নাহারের এর মেয়াদকাল পূর্ণ হওয়ায় তদস্থলে অধ্যাপক ড. রেবা মন্ডল কে স্থলাভিষিক্ত করা হয়।

পাশাপাশি অধ্যাপক ড. নূরুন নাহারকে  দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আজকে দায়িত্ব গ্রহণ করেছি। বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে বিভাগকে এগিয়ে নিতে চাই। বিভাগের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিক থেকেও বিভাগ গতিশীল করা আমার লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ড. রেবা মন্ডল এর আগে আইন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকানিউজ২৪.কম / যায়িদ বিন ফিরোজ/কেএন

আরো পড়ুন

banner image
banner image