নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারা দেশের শাখা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ‘শাখা দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ৮.০০টা থেকে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহানগর, শহর ও জেলা শাখার দায়িত্বশীল সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সাইফুল আমল খান মিলন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মুহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ও রাজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরকে "আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "ছাত্রশিবির সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে আজ আরও শক্তিশালী হয়েছে। কোনো ময়দান খালি থাকে না। খালি জায়গায় যদি ভালো গাছ লাগানো না হয়, তাহলে সেখানে আগাছা পূর্ণ হয়ে যায়। ছাত্রশিবির সুন্দর বাগান তৈরির কাজ করবে, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছর আমরা সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু এখন আল্লাহ আমাদের জন্য নতুন ময়দান উন্মুক্ত করেছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ভালো কাজ করতে হবে, অন্যায় দিয়ে সমাজ ভরতে দেয়া যাবে না। আমাদের আর বসে থাকার সময় নেই, আজকের কাজ আজই শেষ করতে হবে।"
সমাবেশে ডা. শফিকুর রহমান জুলুমের শিকার হওয়ার দীর্ঘকালীন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "যারা আমাদের উপর জুলুম করেছিল, সময়ের ব্যবধানে তারাই আজ লাঞ্ছিত হচ্ছে। তবে আমরা প্রতিশোধ চাই না। বরং আমরা সবাইকে ক্ষমা করে দিতে চাই এবং সকল দল-মত, ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।"
সভাপতির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, "ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রতিটি সময়ই চ্যালেঞ্জের। আমাদের নৈতিকতা ও দক্ষতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে এবং লক্ষ্যের বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক ও ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।"
বিশেষ অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতি গঠনে যোগ্য, দক্ষ এবং আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: