বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে বিরামপুর পৌর শহরের স্টেশন রোড বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এতে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা,জেলা বিএনপির সদস্য মহসিন আলী রাজু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা,পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও পৌর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর মিলন, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন,সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল,পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল,সদস্য সচিব পলাশ বিন আশরাফী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা,সদস্য সচিব আরিফুর রহমান রাসেল,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম,শ্রমিক দল নেতা আলী হোসেন ও আশরাফুল হক তেল্লা, যুবদল নেতা সানোয়ার হোসেন, ছাত্রদল নেতা বাদশা মোহাম্মদ নাজ্জাসী,আবদুল্লাহ,সায়েবীন আলম, আল-আমিন সহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও ছাত্রদলের উপজেলা, পৌর, উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য,তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে দীর্ঘদিন থেকে দিনাজপুর-৬ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেবার দাবী জানিয়ে আসছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: