
ডেস্ক রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুমিল্লা ও সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন।
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ২২ দশমিক ২২ শতাংশ। এদিন রামেক হাসপাতলের করোনা ওয়ার্ডে দুজন পজেটিভ হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা যান।
বৃহস্পতিবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে বুধবার ৯৩ টি নমুনা পরীক্ষায় ২০ জনের পজেটিভ আসে। রাজশাহী মেডিক্যাল কলেজের অপর ল্যাবে এদিন রাজশাহীর ১৭৭ টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫৮ জন রোগী। এরমধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৪৬ জন।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৪২ হাজার ৫৪৯ জন। ৪৪৬টি নমুনা পরীক্ষায় নতুন সনাক্ত ৭১ জন। মোট মৃত্যু ৯৭৪ জন। মোট সুস্থ ৬১ জন। শনাক্তের হার ১৫ দশমিক নয়। এদিকে, সাতক্ষীরা মেডিক্যালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: