• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নারায়ণগঞ্জ শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
নারায়ণগঞ্জ শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করানোর পর এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নয়নের গতি যেন থেমে না যায় সে দিকে লক্ষ্য রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান সরকারপ্রধান। বলেন, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সে পরিকল্পনাও করে যাচ্ছে সরকার। শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের জয় হয়েছে নারায়ণগঞ্জে।

বিদেশ থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারম্যান হিসেবে পালন করেন। যে (তারেক রহমান) মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল সেই ব্যক্তি যে দলকে নেতৃত্ব দেয় সে দলকে কেন জনগণ ভোট দেবে? তারা কীভাবে ভোটের আশা করে-এমন প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

বিএনপি আসলে নির্বাচনই চায় না, তারা নির্বাচনের অর্থ বোঝে না, ভোট চুরি করতে জানে। জনগণের ভোট নিতে জানে না। তারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। কিন্তু, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি জনগণের ভোটের অধিকারে, আমরা বিশ্বাস করি জনগণ ভোট দিয়ে তার মন মতো প্রার্থী নির্বাচিত করবে, যে তাদের জন্য কাজ করবে। জনগণ কখনো ভুল করে না বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ১০টায় নারায়ণগঞ্জের মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image