• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম
চট্টগ্রাম-৮ আসনের
উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নোমান আল মাহমুদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির কামাল পাশা এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। তবে এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ও জাতীয় পার্টি।

চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ৫ লাখের বেশি; আছেন ৪ হাজার নির্বাচন কর্মকর্তা।

আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দীনের মৃত্যুর পর আসনটি খালি হয়। যদিও এর আগে ২০১৯ সালের নভেম্বরে মহাজোটের শরীক জাসদের মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি একবার উপনির্বাচন হয়েছিল।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image