
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের মা হামিদা আওয়ান মারা গেছেন। রবিবার ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: