
নিউজ ডেস্ক: জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম ছাড়া স্বেরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়। গণফোরাম বাংলাদেশের চলমান দুর্বিত্তায়িত রাজনীতির স্রোতের বিপরীতে দাড়িয়ে সুষ্ঠ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করে জনগনকে ঐক্যবদ্ধ ও অর্থবহ পরিবর্তনের লক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিন গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল করার লক্ষে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সাইয়িদ, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, এডভোকেট মোহসীন রশিদ, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট মহিউদ্দিন কাদের, মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, এডভোকেট হিলাল উদ্দিন, আইয়ুব খান ফারুক, লতিফুল বারী হামিম।
অনুষ্ঠান পরিচালনা করেন, এডভোকেট সুব্রত চেৌধুরী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: