
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গরিব দেশগুলোর ভ্যাকসিন নিশ্চিতে উন্নত দেশগুলোকে আর্থিক সহায়তার আহ্বান । সংস্থাটির দাবি, সবার ভ্যাকসিন নিশ্চিত করলেই কেবল নিয়ন্ত্রণে আসবে মহামারি। এরইমধ্যে বিশ্বে করোনা সংক্রমণ ৪০ কোটি ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে এখন দাপট ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। দৈনিক শনাক্ত হওয়া আক্রান্তের অধিকাংশই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরইমধ্যে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে।
কয়েকটি দেশে সংক্রমণের হার কমতে শুরু করলেও, প্রতিদিন শনাক্ত হচ্ছেন বিশ লাখের বেশি। সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত পাঁচ সপ্তাহ ধরে প্রতি সাতদিনে মৃতের সংখ্যা গড়ে ৭০ শতাংশ করে বেড়েছে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ইউরোপের আরেক দেশ সুইডেনও উন্মুক্ত হয়ে গেলো বিধিনিষেধের সমস্ত বেড়াজাল থেকে। এখন থেকে রেঁস্তোরা ও বার খোলা থাকবে রাত ১১ টা পর্যন্ত। বিধিনিষেধ শিথিল করায় উচ্ছ্বসিত দেশটির সাধারণ জনতা।
কোভিড-১৯ এর লড়াইয়ের বিরুদ্ধে আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানান সংস্থাটির প্রধান।
তেদ্রস আধানম গেব্রিয়াসুস প্রধান বলেন, আপনি কোথায় থাকেন সেটার ওপর নির্ভর করে মনে হতে পারে ভাইরাসটি শেষ হয়ে গেছে। সত্যিকার অর্থে ভাইরাসটি এখনো শেষ হয়ে যায় নি। রোগ কোনো সীমান্ত বোঝে না। আমাদের কাছে এই রোগটি নির্ণয় করার মতো উপকরণ থাকলেও পুরো বিশ্বের মানুষকে সেবা দিতে গেলে দরকার সম্মিলিত প্রচেষ্টা।
ইউরোপের আরেক দেশ ইংল্যান্ডও মুক্ত হতে যাচ্ছে বিধিনিষেধের নীতিমালা থেকে। দ্রুতই দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বুধবার তিনি ইংল্যান্ডবাসীর উদ্দেশ্য তিনি বলেন, কোভিডের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কিছু কৌশল রয়েছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, খুব দ্রুতই আমরা কোভিডের পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন করার কৌশলগুলো সকলকে জানিয়ে দেব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। এখন থেকে কারো কোভিড পজিটিভ এলেও তাকে আর আইসোলেশনে থাকতে হবে না।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত হাতে গোনা কিছু দেশের জন্য তাদের করোনা নীতিমালায় আরো একধাপ পরিবর্তন এনেছে বৃহস্পতিবার। যা কার্যকর হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।
দেশগুলো হলো কানাডা, হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহারাইন, কাতার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের বেশকিছু দেশ। ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে নিতে হবে করোনার নেগেটিভ সনদ। থাকতে হবে দুই ডোজ ভ্যাকসিনের সনদ।
অন্যদিকে ৮১ বছর বয়সী ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট এবং ৫৪ বছর বয়সী স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার দুই দেশের দুই রাজপ্রাসাদ থেকে এ সংবাদ জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: