• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত- ২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে
সন্ত্রাসীদের গুলিতে নিহত- ২

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৪ এ সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও এক রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পে ঢুকে গুলিবর্ষণ করে। এসময় রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলেই নিহত হয়। রফিক নামের আরো এক রোহিঙ্গাকে স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আলী জানান, ১৫- ১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টার্গেট করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

নিহত দুজনেই একই ব্লকের বাসিন্দা। মো. ইয়াসিন নামের আহত গুলিবিদ্ধ রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান শেখ আলী।এদিকে একেরপর এক হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image