গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের পুড়িয়ে দেওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার দুপুরে তিনি পৌরশহরের কাচাঁবাজার এলাকায় গত ৭ আগষ্ট দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ৯ জন দলীয় নেতাকর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান,’ আধিপত্য বিস্তার করতে গিয়ে নিহত জসিমউদদীনের লোকজন আমার বসতঘর,বিএনপি নেতা হেলাল উদ্দিন, বিএনপি কর্মী বাবলু, কুদ্দুস মিয়া, শাহিন মিয়া, জয়নাল আবেদীন, মোতালেব মিয়া, ওহাব মিয়া , সেনাবাহিনীর সার্জেন্ট শফিক আহম্মেদের বাড়িঘর পুড়িয়ে দেয়।
পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ছালাম বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: