
নিউজ ডেস্ক : সুপার টুয়েলভে দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায়।
বিশ্বকাপের সমীকরণ জমিয়ে তুলতে প্রবল প্রতিপক্ষ কিউইদের বিপক্ষে জয় চাই লঙ্কানদের। আর জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সেমির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য ব্ল্যাকক্যাপসদের।
বেরসিক বৃষ্টির থাবায় সব পরিকল্পনাতেই গলদ। এলোমেলো পয়েন্ট টেবিল। হিসাব-নিকাশ আর সমীকরণ লিখতে হচ্ছে নতুন করে। অবশ্য টানা ম্যাচে সেখানে ফুরসত নেই খুব একটা। এরই মধ্যে আবার বিগ ম্যাচ। সিডনিতে লঙ্কা-ব্ল্যাকক্যাপস ক্রিকেটীয় উত্তাপ।
তাসমানিয়ার আকাশের মতোই শ্রীলঙ্কা দলটাকে নিয়ে আগে থেকেই অনুমান করা যাবে না কখনোই। এই যেমন এশিয়ার চ্যাম্পিয়ন ওরা আবার বিশ্ব আসরে হেরেছে নামিবিয়ার মতো দলের বিপক্ষেও। শেষ ম্যাচে অজিদের বিপক্ষে স্টয়নিস ঝড়ে উড়ে গেছে খড়কুটোর মতন। তবুও হার না-মানা এই শ্রীলঙ্কা ভয়ংকর। ইনজুরিতে ছিটকে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে একাদশে ফিরেছেন কাসুন রাজিথা।
অন্যদিকে, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ড আছে দুর্দান্ত ফর্মে। বোল্ট, সাউদি, স্যাটনার, ফার্গুসন বোলিংয়ে একজন যেন অন্যকে ছাড়িয়ে। অ্যালেন, কনওয়ে, উইলিয়ামসন, নিশাম এবারের আসরের অন্যতম ভয়ংকর ব্যাটিং লাইনআপ। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে কিউইরা।
টি-টোয়েন্টিতে দুদলের আগের ১৯ দেখায় লঙ্কানদের ৮ জয়ের বিপরীতে ১০ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমি নিশাম, ডেরিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: