
ডেস্ক রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা বাংলা নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার আগে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে এ শুভেচ্ছা জানান তারা।
এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে দল।
এর আগে গত ৩ এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোট অনুষ্ঠিত হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: