নিউজ ডেস্ক : ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, দুস্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালায়।
রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। পাশাপাশি মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটিতে আবারও জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: