• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনকে সাঁজোয়া যান পাঠাবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে শক্তিশালী সশস্ত্
ইউক্রেনে যুক্তরাষ্ট্র সামরিক যান ব্র্যাডলি

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও জার্মানি নতুন করে ইউক্রেনকে সাঁজোয়া যান পাঠাবে বলে জানিয়েছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সামরিক যান ব্র্যাডলি পাঠাবে আর জার্মানি দেবে যুদ্ধযান মার্ডার। এছাড়া রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে সাহায্য করার জন্য ইউক্রেনে একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর কথাও জানিয়েছে জার্মানি।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র যুদ্ধযান পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। এটিকে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা সামরিক সমর্থনের একটি নতুন ধাপ হিসেবে চিহিৃত করা হচ্ছে। যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সাঁজোয়া যানগুলো আগামী দিনে ঘোষিত সামরিক সহায়তার একটি বৃহত্তর প্যাকেজের অংশ হবে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের এক বছর হয়ে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা পাঠিয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image