• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পলাশে পুলিশের হাতে বিভিন্ন অভিযোগে ১১জন আসামী গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম
বিভিন্ন অভিযোগে ১১জন আসামী গ্রেফতার
গ্রেপ্তারকৃত আসামীরা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে পুলিশের হাতে বিভিন্ন অভিযোগে ১১জন আসামী গ্রেফতার হয়েছে।

১০ জুন শুক্রবার এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই ইছমাইল, এসআই শাহ আলম, এএসআই হারুন অর রশিদ, এএসআই আসাদুজ্জামান, এএসআই সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি সিআর ও ৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামী এবং চুরি মামলায় ৫ জন আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীরা হচ্ছে ১। মো: রফিকুল ইসলাম (১৮) পিতা-মো: জাকির হোসেন মাতা-মৃত লিমা বেগম সাং-চৌতরকান্দা জয়নাল মেম্বারের বাড়ির পাশে থানা আড়াইহাজার জেলা নারায়নগঞ্জ এ/পি সাং-ঝাড়তলা ভাটপাড়া থানা-মাধবদী জেলা-নরসিংদী ২। মো: কাজল মিয়া (৩৪) পিতা-শরৎ আলী মাতা-মোসা: আনোয়ারা বেগম সাং-কলাপাটুয়া থানা-কালীগঞ্জ জেলা-গাজীপুর এ/পি সাং-পলাশ বালুচরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী।

৩। মোসা: মিনারা আক্তার (৩৩) পিতা-সিরাজ উদ্দিন মাতা-হাসনেয়ারা সাং-মানিকদি থানা-শিবপুর জেলা-নরসিংদী এ/পি সাং-পাঁচদোনা লালু মেম্বারের বাড়ির পিছনে সুর্যের বাড়ি থানা-মাধবদী জেলা-নরসিংদী ৪। শাহেদ (২২) পিতা-মো: তোফাজ্জল হোসেন মাতা-মৃত হোসনেয়ারা সাং-পলাশ বালুচরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী।

৫। মো: মামুন (১৯) পিতা-মো: সাইফুল ইসলাম মাতা-মমতাজ বেগম সাং-বালুরচর পাড়া থানা-মতলব উত্তর জেলা-চাঁদপুর এ/পি সাং-পলাশ বালুচরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী৬। তুষার (১৮) পিতা-আজিজুল হক @ আইজ্জা সাং-দক্ষিন হাসানহাটা থানা-পলাশ জেলা-নরসিংদী। ৭। আক্তার পিতা-সুলতান সাং-করতেতৈল থানা-পলাশ জেলা-নরসিংদী।

৮। মো: ছানাউল্লাহ (৩৫) পিতা-মো: নুরুল ইসলাম সাং-পলাশ বালুচরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী। ৯।  মো: আরিফ মিয়া (২২) পিতা-মো: বারেক মিয়া সাং এ/পি নোয়াকান্দা বক্তারপুর নানা মৃত সুলতান মিয়ার বাড়ী থানা-পলাশ জেলা-নরসিংদী।১০। শহীদ মিয়া (৩২) পিতা-মো: খবির উদ্দিন সাং-চরসিন্দুর মধ্যপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী। ১১। খোরশেদ (৩৫) পিতা-মৃত সুবাহান সাং-কাজৈর থানা-পলাশ জেলা-নরসিংদী।  

গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / বোরহান মেহেদী/কেএন

আরো পড়ুন

banner image
banner image