• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম
কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক:  ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার কিয়েভ শহরের সামরিক প্রধান এমন দাবি করেছেন।  তিন ঘণ্টা ধরে হামলা চালানো হয়েছে। কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী সব ড্রোন ধ্বংস করেছে।

এটি চলতি মাসে কিয়েভে হওয়া ১২তম বিমান হামলার ঘটনা। আজ কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম বার্তায় বলেন, রাশিয়া আবারও কিয়েভে বিমান হামলা চালিয়েছে। ব্যাপক আকারে হামলা হয়েছে।

সেরহি পপকো আরও বলেন, কিয়েভের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়, ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

খারকিভ ও চেরনিভৎসি শহরেও বিমান হামলার বিষয়ে সতর্কসংকেত বাজানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image