
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজার দক্ষিণ বনবিভাগের শিলখালী রেঞ্জের আওতাধীন দক্ষিণ শিলখালী চাকমা পাড়ায় আনুমানিক ১ একর পাহাড় অবৈধ দখলদারদের থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে অভিযান চালিয়ে দখল মুক্ত করেছে স্থানীয় বনবিভাগ।
সুত্রে জানা গেছে, ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় দখলদার মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুল হক (৫০), তার ছেলে কামরুল (৩৫),নজরুল (২৫) অজ্ঞাত ৫-৬ জনসহ বনবিভাগের পাহাড় অবৈধভাবে জবরদখল করে সেখানে পাহাড় কেটে হাতি চলাচলের রাস্তা দখল করেছিলো।এমন সংবাদ পেয়ে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম ও হোয়াইক্যং রেঞ্জ জহির উদ্দীন মিনার চৌধুরী, শামলাপুর বিট কর্মকর্তা সোহেল রানা, মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথসহ অফিসের স্টাফ এবং সিপিজির সদস্যদের সাথে নিয়ে পাহাড় গেলে দখলদাররা দেখে পালিয়ে যায়।এবং হাতি চলাচলের রাস্তা অবৈধভাবে পাহাড় দখলদারদের দখল মুক্ত করা হয়।
এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, অবৈধভাবে পাহাড় কেটে হাতি চলাচলের রাস্তা দখল করছে জানতে পায়। সাথে সাথে স্টাফ ও সিপিজির সদস্যদের নিয়ে গেলেই পাহাড় দখলদাররা পালিয়ে যায়। ইটের খুঁটি দেখে সেগুলো ভেঙে বনভূমি দখলমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
অনুসন্ধানে জানা গেছে, উচ্ছেদ অভিযানের পর ভূমিদস্যু পাহাড় জবরদখলদারকারীরা রেঞ্জ কর্মকর্তা, স্টাফ ও সিপিজির সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এবিষয়ে শিলখালী রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম আরও জানান, অপরাধ ও করবে আবার হুমকি ও দিবে এটা কেমন কথা। পাহাড় দখলদার যতই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবেনা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: