নিউজ ডেস্ক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্তির আনন্দে উল্লসিত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের সাথে সোমবার (০৫ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দখলকৃত অবস্থায় ছিল। তিনি আরও যোগ করেন, “শেখ হাসিনা দখলদার শক্তির ন্যায় আচরণ করছিলেন, একনায়ক ও সামরিক শাসকের মতো সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন।”
ড. ইউনূস উল্লেখ করেন যে, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের জনগণ নিজেদের স্বাধীন মনে করছে, এবং এটি তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো। তিনি আরও বলেন, “এখন আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চাই, এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। ভবিষ্যতের নেতৃত্ব শিক্ষার্থী ও তরুণদের হাতে থাকবে।”
ড. ইউনূসের মতে, দেশজুড়ে এই উদযাপন একটি নতুন আশার আলো এনে দিয়েছে এবং দেশের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা ঘটেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: