• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মামলা তদন্তের মান বাড়ানোর নির্দেশ আইজিপির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩১ এএম
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি

নিউজ ডেস্ক:  মামলা তদন্তের গুণগতমান বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

আইজিপির সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম গত মাসে দেশে সংগঠিত সার্বিক অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। এরমধ্যে ছিল- খুন, ডাকাতি, দস্যুতা, চুরি, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার ইত্যাদি।

আইজিপি বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image