• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢামেক মর্গে অজ্ঞাত ১৯ মরদেহ, শনাক্তের চেষ্টা চলছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢামেক মর্গে অজ্ঞাত ১৯ মরদেহ, শনাক্তের চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত ও মুমূর্ষু অবস্থায় বহু মানুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা অনেককেই মৃত ঘোষণা করেন। এ পর্যন্ত ১৯টি মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত মরদেহগুলো ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে।

গত ১৭ই জুলাই (শনিবার) থেকে ৮ই আগস্ট (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় সংঘর্ষে এদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান, হাসপাতালের মর্গে এখন পর্যন্ত ১১টি অজ্ঞাত মরদেহ রয়েছে। আজ চারটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিগুলো মর্গে রাখা হয়েছে, যদি স্বজনরা পরিচয় শনাক্ত করতে আসেন। আমরা পুলিশি সহযোগিতায় এই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।

মেডিকেল কলেজ মর্গ সহকারী শ্রী রামু চন্দ্র জানান, অজ্ঞাত পরিচয়ের ৮টি মরদেহ এখন মর্গে রয়েছে। ইতিমধ্যে কয়েকজন স্বজন এসে মরদেহ সনাক্তের চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। এরপরও পরিচয় নিশ্চিত না হলে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image