
মো. রফিকুল ইসলাম
শেখ রাসেল
---------------------
ফুলের সৌরভ ,
পাখির চঞ্চলতা,
সূর্যের হাসি আর
বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি নিয়ে-
জন্মেছিলে তুমি এক এঞ্জেল।
করেছিলে চারদিক--
উজ্জ্বল উদ্বেল।
ছিলে অপার সম্ভাবনাময়
ওহে দেব শিশু,
তুমি আমাদের ভাই-
শেখ রাসেল ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: