নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর কাকলি শিশু অঙ্গন বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) কাকলি শিশু অঙ্গন লক্ষ্মীপুর এ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সহকারী কমিশনার (জেএম), শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ক্ষুদে বিতার্কিকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের লেখা 'এসো বিতর্ক শিখি' বইটি বিতার্কিকদেরকে উপহার দেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: