
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও পৌর আওয়ামীলীগের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের মাঝে চারাগাছ বিতরণ করেন।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ,পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শহিন,উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক সোরাফ হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৌহিদ ইসলাম,পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্ঝল,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন,পৌর সভাপতি তরিকুল সরকার.সাধারণ সম্পাদক অনিক সরকারউপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: