
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীত মেরুতে। এই দুই দলের বাকযুদ্ধে রাজনীতির মাঠ যখন সহিংসতার দিকে উকি ঝুকি মারছে। আম জনতাও আতঙ্কে। কি হতে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে। হবে কি কোন সমঝোতা ? না কি ফের সেই পুরনো সংঘাতের চিত্র জাতিকে দেখতে হবে। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শোনালেন আশার বাণী। তিনি বলেন, কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে।
বৃহস্পতিবার নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সিইসি এমন আশার কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপদজনক। বড় কোনো দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে ফলাফল নিয়ে ঝুঁকি তৈরি হবে। সবাইকে নির্বাচনে আনতে সরকারি দলকে আরও দায়িত্বশীল হওয়ারও তাগিদ দেন সিইসি। একইসঙ্গে
ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বিদেশি প্রতিনিধিরা আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো, জার্মানি থেকে জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ ফ্রেডরিচ, ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস স্বপ্না সাহা।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: