
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইতালিতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তিনদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভবিষ্যত পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতালির স্বাস্থ্যমন্ত্রী এমন পরিস্থিতিতে করোনার বুস্টার বা তৃতীয় ডোজের টিকা কর্যক্রম পহেলা ডিসেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর থেকে শুরুর কথা জানিয়েছেন।
আবারও ইতালিতে লাগামহীন করোনা ঊর্ধ্বগতি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত পরপর তিন দিন আক্রান্তের হার দিনে দশ হাজারেরও বেশি ছাড়িয়েছে। এতে শঙ্কিত ইতালি সরকার। আগামী পহেলা ডিসেম্বর থেকে চল্লিশের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা থাকলেও সংক্রমণ বাড়ায় এর আগেই বুস্টার ডোজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালি সরকার।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, টিকার বিষয়ে এবং বুষ্টার ডোজের সিদ্ধান্ত খুবই দ্রুত গ্রহণ করছি আমরা। বিভিন্ন প্রদেশে টিকা পাঠানো হচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে নেয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে তাতে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতালিসহ প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়তে শুরু করায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশির।
ইতালিতে এখন পর্যন্ত প্রায় ৮৭ শতাংশ মানুষকে এক ডোজের করোনা টিকার দেওয়া হয়েছ। আর দুই ডোজের টিকা পেয়েছে ৮৩ শতাংশ মানুষ। এছাড়া, যারা এখনো টিকা গ্রহণ করেনি কেবল তাদের জন্য লকডাউনের চিন্তা করছে ইতালি সরকার।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: