• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৫৯ রোহিঙ্গাকে থাইল্যান্ডের দ্বীপ থেকে উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৪ এএম
৫৯ রোহিঙ্গাকে থাইল্যান্ডের দ্বীপ থেকে উদ্ধার
থাইল্যান্ডের দ্বীপ থেকে রোহিঙ্গা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে।

জানা যায়, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রোববার (৫ জুন) একটি বিবৃতি দিয়েছে দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন।

উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। হাকপার্ন বলেন, ‘নৌকাচালক তাদের বলেছিল, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েক দিন আগে দ্বীপটিতে তাদের রেখে চলে যাওয়া হয়।’ মানব পাচারকারীরা রোহিঙ্গাদের যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটন গন্তব্য কিন্তু জনবহুল নয়।

পুলিশ তাদের উদ্ধার করে মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছে হাকপার্ন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image