নিউজ ডেস্ক: খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে কারাগারে যেতে হবে। এরপর আদালতের কাছে বিদেশে যাবার আর্জি জানাতে হবে। আদালত যাবার অনুমতি দিলে যাবে। না দিলে সরকারের এ বিষয়ে করার কিছু নেই। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আইন মেনে খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। এখন যদি তিনি বিদেশে যেতে চান তবে তাকে শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে। এ জন্য তাকে জেলে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রশ্ন করি- পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয়, আবার আদালতে যেতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।’
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: