• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নয়া মানুষ' গানে শফি-চন্দনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৫ পিএম
নয়া মানুষ' গানে
শফি-চন্দনা

বিনোদন ডেস্ক : সোহেল রানা বয়াতি ‘নয়া মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন । ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে সিনেমাটি।

টাইটেল গান প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এ গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে।’ এ গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ অন্যদিকে বাউল শফি মন্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।

সিনেমাটির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি আরও জানান, গত বছরের অক্টোবরে এ সিনেমার ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে টিম।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

Something went wrong!