
মো. জাহেদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি : পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে সংবাদিক দীন মোহাম্মদ দীনু। মঙ্গলবার বিকেল ৫ টা ২৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে সে এক কণ্যা, স্ত্রী ও পিতা-মাতাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাকেরগঞ্জ সাংবাদিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লখ্য একাত্তর টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দীন মোহাম্মাদ দীনু অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে সে ব্লাড ক্যান্সার আক্রান্ত বলে জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: