• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাম্প্রতিক নাশকতার ঘটনায় চবির ৫০ শিক্ষকের বিবৃতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
সাম্প্রতিক নাশকতার ঘটনায়
চবির ৫০ শিক্ষকের বিবৃতি

মোস্তাফিজুর রহমান রাফি, চবি প্রতিনিধি: নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাম্প্রতিক নাশকতার ঘটনায় প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক  বিবৃতি প্রদান করেছেন। 

রবিবার (১১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের  সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস.এম মনিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.রাহমান নাসির উদ্দিন , ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সের অধ্যাপক ড.দানেশ মিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.ফরিদুল আলমের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী সর কারের বিদায়ের পর থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশে কার্যত কোন সরকার না -থাকায় দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। বিশেষ করে সংবিধান- স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নাম্বার আবাসস্থল "বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর" পুড়িয়ে দেয়া একেবারেই অনাকাঙ্ক্ষিত যা আমাদেরকে প্রবলভাবে আহত করেছে। এছাড়াও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, মুজিবনগর জাদুঘর ভাঙচুর, দেশের বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনায় অগ্নিসংযোগ, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাঙচুর, বেগম রোকেয়া, জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর ও ফকির লালন শাহ সহ অনেকে শিল্পীর ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাতের শামিল বলে আমরা মনে করি। তাছাড়া, বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্থাপনা ও ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও তাঁদের শারীরিক নির্যাতনে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

এছাড়াও, এসব ন্যাক্কারজনক ঘটনার নিন্দা  ও অবিলম্বে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মেরামত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান শিক্ষকবৃন্দ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image