
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভাঙ্গনের কবলে পড়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছিলিমপুর গ্রাম, রক্ষা পাচ্ছে না গ্রামের একমাত্র জামে মসজিদটিও। জরুরী ভিত্তিতে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, এবার বর্ষায় হাওরের প্রচুর পানি বৃদ্ধির কারণে ছিলিমপুর গ্রামটি ভেঙে যাচ্ছে। গ্রামের একমাত্র জামে মসজিদটির চার ভাগের তিন ভাগ ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে ছিলিমপুর গ্রামটি।
স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেন বলেন, ভাঙ্গনের কবলে পড়ে আমাদের মসজিদটা বিলীন হচ্ছে, এতে নামাজ এবং সকালে ছোট বাচ্চাদের পড়াশোনা (মক্তব) ব্যাহত হচ্ছে। এছাড়াও মাথা গোঁজার ঠাঁই হারানোর আতঙ্কে রয়েছেন প্রায় অর্ধ শতাধিক পরিবারের লোকজন। প্রতিবছর বর্ষায় এইভাবে ভাঙ্গছে কিন্তু আমরা এটার স্থায়ীভাবে কোনো ব্যবস্থা পাচ্ছি না। এলাকাবাসীর পক্ষ থেকে জরুরী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ঢাকী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মো. জয়নাল উদ্দিন জানান, দিনদিনই ভাঙ্গনের কবলে পড়েছে এই গ্রাম। গ্রামের ৬০-৬৫ বছরের পুরোনো একমাত্র মসজিদটি ভেঙে পড়েছে-বিলীন হচ্ছে। এলাকাবাসী এমপি মহোদয়কে অনেকবার বলেছে। উনাকে এনে দেখিয়েছি, তারপরও কোনো সমাধান হচ্ছে না। ভাঙ্গনের বিষয়ে জানার জন্য ঢাকী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট রুবেল ভূঁইয়া মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও সংযোগ পাওয়া যায়নি।
মিঠামইন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়জুর রাজ্জাক জানান, বিষয়টি সম্পর্কে কেউ কখনও আগে কিছু জানাননি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। এইদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদী থেকে গ্রাম দূরে হওয়ায় ব্যবস্থা নিতে পারছেন না তারপরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। যদি অনুমতি পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: