• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমালো অস্ট্রেলিয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম
একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে
শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমালো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক:  বিদেশি শিক্ষার্থী নিয়ে নতুন আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বছর থেকে অস্ট্রেলিয়ায় কতজন বিদেশী শিক্ষার্থী পড়াশোনার জন্য আসতে পারবেন সেটির নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী বছর থেকে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াল বিশ্ববিদ্যালয়গুলোতে ভতি হতে পারবেন বলে জানিয়েছেন সরকার। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে।

অস্ট্রেলিয়ান শিক্ষামন্ত্রী জ্যাসন ক্লেয়ার মঙ্গলবার জানিয়েছেন, কিছু বিশ্ববিদ্যালয় বেশি শিক্ষার্থী পাবে। কিছু বিশ্ববিদ্যালয় কম পাবে।

বিশ্বের অন্যতম বৃহত্তম বিদেশি শিক্ষার্থীদের হাব অস্ট্রেলিয়া। বর্তমানে বাংলাদেশসহ অনেক দেশের লাখ লাখ শিক্ষার্থী সেখানে উচ্চশিক্ষা নিচ্ছেন।

চলতি বছরের শুরুতে প্রকাশিত হিসেব অনুযায়ী বর্তমানে সেখানে ৭ লাখ ১৭ হাজার ৫০০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ৪২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image