• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রেলের সম্পদ নষ্ট করবেন না যাত্রীদেরকে রেলমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৬ এএম
রেলের সম্পদ নষ্ট করবেন না যাত্রীদেরকে রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন

নিউজ ডেস্ক : রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন যাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবেন না। আপনাদেরও এগিয়ে আসতে হবে।

রেলদিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল সেবাসপ্তাহ উদ্বোধন অনুষ্ঠনে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, যাত্রীসেবা বৃদ্ধির জন্য রেলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের টিকিটিং ব্যবস্থায় কালোবাজারি ছিল। সেগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে উদ্যোগ গ্রহণ করেছি। টিকিট যার ভ্রমণ তার, আমরা সেই ব্যবস্থা চালু করছি।

যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, ই-টিকিটিং নিয়ে যারা কালোবাজারি করছে, তাদের কাছ থেকে টিকিট নেবেন না। তাদেরকে ধরিয়ে দিন।

রেলমন্ত্রী বলেন, রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি। একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এ লক্ষ্য নিয়েই ২০১১ সালে রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বৃদ্ধি করা হয়েছে। যমুনা সেতুতে রেল সেতু করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বাড়ছে।

তিনি বলেন, সব জেলায় রেলের সম্প্রসারণ করেছি। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারব সেই ব্যবস্থা করছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image