• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বলিউড তারকা গোবিন্দা গুলিবিদ্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম
বলিউড অভিনেতা, গোবিন্দা, গুলিবিদ্ধ
বলিউড তারকা গোবিন্দা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দা, নিজ রিভলভারের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন বলিউড তারকা গোবিন্দা। এসময় তার পায়ে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। 

সংবাদ সূত্রে খবর, ভোর ৪ টে বেজে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিনহা বলেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলবারটি তুলে রাখতে যান। এসময় হঠাৎ বন্দুক মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দার পায়ে লাগে, এ দুর্ঘটনা ঘটে। । 

শশী সিনহা আরও বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

ঢাকানিউজ২৪.কম / এম.এইচ.এফ

আরো পড়ুন

banner image
banner image