• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন: এসপি শহীদুল ইসলাম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৯ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃংখলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যা। এসময় আরো মাঝে ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, ট্রাফিক ইন্সপেক্টর এসএম আসাদুজ্জামান প্রমূখ।  

পুলিশ সুপার মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। কোনো কুচক্রি মহলকে তা নষ্ট করতে দেয়া যাবেনা। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর দূর্গা পুজায় মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ,র্যাব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image