
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের মহেষপুর (গাদাপাড়া) নছাইপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী লাবু‘র বাড়ীতে অভিযান চালিয়ে ৫২ বোতলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, একই গ্রামের আকবর আলীর পুত্র মোঃ লাবু ইসলাম(২৮), জহুরুল ইসলামের কন্যা মোছাঃ জেসমিন আরা (২৩) ও তছির উদ্দিন সরকার এর কন্যা মোছাঃ মনোয়ারা বেগম লাবুজারা (৪৫) ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, গত (৫ জুন) সোমবার বিকেল ৪টায় এসআই আরিফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিবনগর ইউনিয়নের (গাদাপাড়া) নছাইপাড়া গ্রামের মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ৫২ বোতন ফেন্সিগ্রীপসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৫। মঙ্গলবার (৬ জুন) তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: