• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অধ্যাপক তাহের হত্যা মামলায় দু'জনের মৃত্যুদণ্ড বহাল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৩ পিএম
তাহের্
অধ্যাপক তাহের

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সহকর্মী মোহাম্মদ মহিউদ্দিন ও তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড এবং দু'জনের যাবজ্জীবন বহাল রেখেছে আপিল বিভাগ।

তারা হলেন, আব্দুস সালাম ও নাজমুল আলমের। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যর বিচারপতির বেঞ্চ এই রায় দেন। গত ১৬ই মার্চ উভয়পক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিল আপিল বিভাগ।

এর আগে, ২০০৬ সালের ১লা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। সে মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে খালাস দেন।

ঢাকানিউজ২৪.কম / ‌এসডি

আরো পড়ুন

banner image
banner image