
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২জন শিশুসহ ছয় জনের মৃত্যু। আরও ৯ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভবনটি থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ওই ভবনটিতে আগুন লাগে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ দুর্ঘটনার সূত্রপাত। মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ নিয়ে একটি ফৌজদারি মামলাও হয়েছে।
বার্তা সংস্থা তাস জানায়, মস্কোর তাগানস্কি জেলায় ৪১ বছর বয়সী ওই ভবনটির নিচতলায় ‘এমকেএম’ নামে একটি হোটেলের পাশাপাশি ওপরের তলায় আগের হোটেল থেকে রূপান্তরিত অ্যাপার্টমেন্ট রয়েছে।
চিকিৎসকরা জানান, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: