লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, আবিদা সুলতানা যুথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন লেবু ,অফিসার ইনচার্জ সুমন তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,উপজেলা জামায়াতে ইসলামী আমির লিয়াকত আলী,সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানি,ইকরাম ইরান, মাহতাব নেওয়াজ খাঁন লোহানীসহ হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সব ধরনের সহিংসতা রোধসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতার কামনা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: