
গৌতম বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৩ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন।
বৃহস্পতিবার ১২ আগস্ট সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ১৪৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার।
তাদের বয়স ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে।ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সবাই সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।উল্লেখ্য এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮১ জন,সুস্থ হয়েছেন ৫২৯০ জন,আর মৃত্যু হয়েছে ২০৩ জন।
ঢাকানিউজ২৪.কম / গৌতম বর্মন
আপনার মতামত লিখুন: