• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বুয়েট ছাত্র পরশ হত্যার ঘটনায় মামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪২ এএম
বুয়েট ছাত্র পরশ হত্যার ঘটনায় মামলা
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ

নিউজ ডেস্ক : বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা মরদেহ উদ্ধারের পর একজনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সময় সংবাদকে মামলার বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। 

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফারদিন নূর পরশের বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

রফিকুল ইসলাম বলেন, নাম উল্লেখ করা ওই আসামির নাম বুশরা। সে পরশের বন্ধু।

এদিকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। 

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন পরশ। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেন।

নিহত ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।

তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়। তবে গত দুবছর যাবৎ তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকায় দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image