• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
দিনাজপুরে
ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  নিহত শিক্ষার্থীর রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামী আবু ইবনে রজবকে গ্রেফতার করেছে র‍্যাব । 

 সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা শহরের সুজালপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৩ সিপিসি ১  কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান।

আবু ইবনে রজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। সে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। 

র‍্যাব জানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিহতের ঘটনায় গত ১৯ শে আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এনায়েতুর রহিমসহ  ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত  ৯ নম্বর আসামি। গত  ৫ আগস্ট সরকার পতনের পর তিনি বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image