নিজস্ব ডেস্ক : জামালপুর জেল কারাগারে গোলাগুলি, সংঘর্ষ ও আগুন লাগানোর ঘটনার পর এখন পরিস্থিতি পুরেপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৬ বন্দি। এছাড়া, আহত হয়েছে ৪ কারারক্ষী। কয়েদিদের সবাইকে নিজ নিজ সেলে ঢুকানো হয়েছে।
আহত তিনজন কারারক্ষীর নাম জানা গেছে। তারা হলেন, রোকনুজ্জামান, সাদেক আলী ও জাহিদুল ইসলাম। নিহতদের নাম এখন পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টায় জামালপুরে কারাবন্দিরা তাদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলে। পরে অবস্থা বেগতিক দেখে কারারক্ষী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়তে থাকে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল থেকে কারাগার এলাকা ঘিরে রেখেছে।
এবিষয়ে জেল কতৃপক্ষ জানায়, বৃহস্পতিবার আসামিরা দুইভাগে বিভক্ত হয়। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তারা দুই পক্ষ মারামারি শুরু করে। পরে ওই বিদ্রোহী গ্রুপ প্রথম গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে। দ্বিতীয় গেট খুলে দেয়ার জন্য জেলার আবু ফাতাহসহ কারারক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।
জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: