• ঢাকা
  • রবিবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মার্কিন কর্মকর্তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী   


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
মার্কিন কর্মকর্তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি

নিউজ ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের   ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে ।   

মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ।   

বৈঠকে নির্বাচনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে বলেন, জন কিরবি ।   

দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার কী আলোচনা হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, তাদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে ।  

ওয়াশিংটন ডিসি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন । নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান এবং সেখানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন । দূতাবাসে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় ।   

গত মাসে নয়াদিল্লিতে জি- ২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন । হোয়াইট হাউস প্রায় তিন সপ্তাহ পর এ বিষয়ে মুখ খুলল । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image