• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

করোনা আক্রান্তের শীর্ষে রাশিয়া এবং মৃত্যুতে সর্বোচ্চ জাপান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৫ এএম
করোনা আক্রান্তের শীর্ষে রাশিয়া এবং মৃত্যুতে সর্বোচ্চ জাপান
করোনা পরিস্থিতি

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৬৫ হাজার ৯৮৬ জনের। সবচেয়ে বেশি ১২ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। মৃত্যুর শীর্ষে জাপান। দেশটিতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিলো ৩৯৮ জনের এবং শনাক্ত হয়েছিলো ৭৬ হাজার ৮০১ জন।

রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১১ হাজার ৬৭২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image