• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনের সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ)কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী কর্তৃক এটিএন নিউজের সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(৭ সেপ্টেম্বর)দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন একাত্বতা প্রকাশ করে অংশ নেন।

এতে স্বাগত বক্তব্য দেন এটিএন নিউজের নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন।

নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে ও  দফতর সম্পাদক নূর আলমের সঞ্চালনায় এছাড়াও এতে অনেকের মধ্যে বক্তব্য দেন,নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল বারী,ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন,জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি, চ্যানেল টোয়েন্টিফোরের অনিকেত রায়হান সবুক্তগীন,দিপ্ত টিভির ইয়াসিন মোহাম্মদ মিথুন, দৈনিক ইত্তেফাকের শামীম হোসেন বাবু,চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু মুসা মাহমুদুল হক ও ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনার রশিদ মিঠু প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image